যারা এসইও শিখতে চান? ধাপে ধাপে নিয়ে নিন আগাম প্রস্তুতি। online publish Amarseo.com
বিস্মিল্লাহির রহমানির রাহিম। পরম করুনণাময় আল্লাহের নামে শুরু করছি। সার্চ ইন্জিন অপটিমাইজেশন। অনেকেই হয়তো নামটি নতুন শুনেছেন। অনেকেই আবার চাচ্ছেন এটার উপর ক্যারিয়ার গড়ে তুলতে।
আমার আজকের এই এসইও পোষ্টটি তাদের জন্য যারা সার্চ ইন্জিন অপটিমাইজেশন শিখতে চাচ্ছেন। আসলে কোন কাজ করার আগে “প্রস্তুতি” জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি কাজ করার আগে সব বিষয় গুলো আগাম ভাবে গুছিয়ে নিয়ে বসেন তাহলে খুব সহজেই সেই বিষয়টি আয়ত্তে আনা যায়। তাই যারা নবীন, এসইও শিখতে চাচ্ছেন তাদেরও প্রয়োজন এই বিষয়ে কাজ শুরু করার আগে বেশ কিছু বিষয় আয়ত্ত করা। যেটা আপনার সামনের পথকে অনেক সুগম করে তুলবে।
১ ধৈর্য্য ধারণ ও কঠোর পরিশ্রমের জন্য মানুষিকতা সৃষ্টি
কোন কিছু শেখার আগে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো। ধারণ ছাড়া কোন কিছুই শেখা সম্ভব নয়। খন আপনি কোন কিছু শিখতে যাবেন তখন আপনাকে পদে পদে সমস্যায় পড়তে হবে। কিন্তু মোটেও হতাশ হওয়া যাবে না।মনে মনে ঠিক করতে হবে এই জিনিস আমাকে শিখতেই হবে বা পারতেই হবে। এসইও শেখার সময়ও আপনাকে কঠোর পরিশ্রম ও ধৈর্য্য ধারণ করার মন মানুষিকতা সৃষ্টি করতে হবে।কারণ এসইও তে কাজ করতে হলে সর্ট-কার্ট কোন পথ নেই ।যা ও আছে তাতে পরবর্তীতে পচতাতে হয়। এর জন্য কাজ শুরু করার আগে ভালো করে মনকে শক্ত করে নিতে হবে। একবার সফল না হলে বার বার চেষ্টা করতে হবে। সফল্য একদিন আপানর কাছে আসবেই আসবে।
২ কম্পিউটার সম্পর্কে নূন্যতম ধারণা।
এসইও কাজ করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার পরিচালনা সম্পর্কে ধরণা থাকতে হবে।নেট কানেক্টকশন দেয়া, সফটওয়্যার ইন্সটল, ব্রাউজার ওয়ার্ড, এক্সেল ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে।
৩ ইন্টারনেট সম্পর্কে ধারণা
আপনাকে ইন্টারনেট সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হবে। যদি এসইও শেখার আগে এই বিষয়টা শিখে রাখেন তাহলে আপনি খুব দ্রুত অগ্রগতি করতে পারবেন।ইন্টারনেট কিভাবে কাজ করে, ইন্টারনেট দ্বারা কি কি সম্ভব সেসব বিষয় গুলো জানতে হবে এবং কিভাবে ইন্টারনেট চালাতে সে বিষয়ে ধারণা থাকতে হবে।বিশেষ করে ব্রাউজার সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।
৪ সার্চ ইন্জিন ব্যবহারের উপর ধারণা
এর পর আপনাকে সার্চ ইন্জিন ব্যবহার করা জনাতে হবে। কিভাবে সার্চ ইন্জিনের মাধ্যমে কোন জিনিস খুজে বের করবেন, কিভাবে অতি দ্রুত কোন বিষয় সার্চ করতে পারবেন এসব জানতে হবে। জানতে হবে সার্চ ইন্জিন কি কেন কিভাবে কাজ করে। আমি মনে করি কেউ যদি এই সার্চিং করাটা খুব ভালো করে শেখে তাহলে তাকে এসইও শেখার জন্য কোন মাষ্টার নিয়োগ করা লাগবেনা। শুধুমাত্র এসইও নয় যেকোন সমস্যর সমাধান সে নিমিষেই বের করতে পারবে।মনে করুন আপনি একা।আপনাকে শেখানোর মত কেউ নেই, একমাত্র গুগল ছাড়া। তাই আপনাকে গুগল থেকেই বের করে নিতে হবে সবকিছু এই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে। যখন আপনি সার্চ করার নিয়ম জানবেন তখন দেখবেন সবই আপনার হাতে মুঠোয়। তাই আমি বলবো সার্চ ইন্জিন ব্যবহারের উপর ধারণা থাকা খুবই জরুরী আপনার অনলাইন জগৎতে কাজ করার জন্য।
৫ ইংরেজি সম্পর্কে ধারণা
আর একটি খুবই প্রয়োজনীয় বিষয় হলো ইংলিশ জানা। এটা জানা থাকলে আপনি মনে করতে পারেন অনলাইনের একটা বড় সম্পদ আপনার জানা আছে। কারণ ইন্টারনেট জগতে ৮৫% ওয়েবসাইট ই কিন্তু ইংরেজিতে।কারণ এটা আন্তর্জাতিক ভাষা।তাই আপনি যদি অনলাইনে নিজের ক্যারিয়ারের কথা ভাবেন তাহলে অবশ্যই আপনাকে মোটামুটি ভাবে ইংরেজি জানতে হবে। একটা সময় পার হয়ে গেলে দেখবেন আপনি অনেক ইংরেজি শিখে ফেলেছেন। হয়তো বা বই পড়েও সম্ভব হতো না। আর আমাদের দেশে অধিকাংশই হলো ইংরেজিতে দূর্বল। যারা দূর্বল তাদের জন্য পরামর্শ রইলো আপনারা ভালো ভালো যেসব ইংলিশ টু বাংলা ডিকশেনারি আছে সেই সব সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তাছড়া এখন গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি ইংরেজিকে বাংলায় করে নিতে পারবেন খুব সহজেই। তাই এই বিষয় নিয়ে ভয় না পেয়ে যা জানেন তাই নিয়েই নেমে পড়ুন। আস্তে আস্তে সব শিখে যাবেন।
৬ ওয়েবসাইট সম্পর্কে ধারণা।
এসইও শিখতে গেলে আপনাকে ওয়েব সাইট সম্পর্কে ধারণা থাকতে হবে। কিভাবে ওয়েবসাইট বানাতে হয় ,কিভাবে একটা ওয়েবসাইটকে ব্যব হার করতে হয়। ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট ইত্যাদি সম্পর্কে ধারণা থাকা জরুরী। এসইও যখন করবেন তখন আপনাকে এই ওয়েবসাইট নিয়েই কাজ করতে হবে, তাই এসইও শেখার আগে চেষ্টা করুন ওয়েবসাইট সম্পর্কে জানতে। তাছড়া আপনি যদি এইচটিএমল সম্পর্কে জানেন তাহলে সেটা প্লাস। আপনাকে ফোরাম, ব্লগ ওয়েব ২.০, সোসিয়াল নেটওয়ার্ক ওয়েবসাইটের ব্যবহারবিধিও জানতে হবে।
যারা একদমই নতুন ও এসইও এর কাজ শিখতে আগ্রহী তাড়া ধাপে ধাপে এই ধরনের প্রস্তুতি গ্রহন করুন। তাহলে দেখবেন আপনি অতি দ্রুত এসইওকে আয়ত্তে নিয়ে আসতে পারছেন।যেকোন ধরনের সমস্যার সমাধান আপনি নিজেই বের করতে পারছেন।
ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন। আর নতুনদের প্রতি আমার অনুরোধ থাকবে প্রথমেই শুধু আয় করার জন্যই এসইও শেখার পরিকল্পনা করবেন না। আগে একে ভালো করে জানুন চিনুন আর আয়ত্ত করুন।পরে দেখবেন টাকাই আপানর পিছোনে ছুটছে। (ধন্যবাদ সবাইকে)
বিস্মিল্লাহির রহমানির রাহিম। পরম করুনণাময় আল্লাহের নামে শুরু করছি। সার্চ ইন্জিন অপটিমাইজেশন। অনেকেই হয়তো নামটি নতুন শুনেছেন। অনেকেই আবার চাচ্ছেন এটার উপর ক্যারিয়ার গড়ে তুলতে।
আমার আজকের এই এসইও পোষ্টটি তাদের জন্য যারা সার্চ ইন্জিন অপটিমাইজেশন শিখতে চাচ্ছেন। আসলে কোন কাজ করার আগে “প্রস্তুতি” জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি কাজ করার আগে সব বিষয় গুলো আগাম ভাবে গুছিয়ে নিয়ে বসেন তাহলে খুব সহজেই সেই বিষয়টি আয়ত্তে আনা যায়। তাই যারা নবীন, এসইও শিখতে চাচ্ছেন তাদেরও প্রয়োজন এই বিষয়ে কাজ শুরু করার আগে বেশ কিছু বিষয় আয়ত্ত করা। যেটা আপনার সামনের পথকে অনেক সুগম করে তুলবে।
১ ধৈর্য্য ধারণ ও কঠোর পরিশ্রমের জন্য মানুষিকতা সৃষ্টি
কোন কিছু শেখার আগে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো। ধারণ ছাড়া কোন কিছুই শেখা সম্ভব নয়। খন আপনি কোন কিছু শিখতে যাবেন তখন আপনাকে পদে পদে সমস্যায় পড়তে হবে। কিন্তু মোটেও হতাশ হওয়া যাবে না।মনে মনে ঠিক করতে হবে এই জিনিস আমাকে শিখতেই হবে বা পারতেই হবে। এসইও শেখার সময়ও আপনাকে কঠোর পরিশ্রম ও ধৈর্য্য ধারণ করার মন মানুষিকতা সৃষ্টি করতে হবে।কারণ এসইও তে কাজ করতে হলে সর্ট-কার্ট কোন পথ নেই ।যা ও আছে তাতে পরবর্তীতে পচতাতে হয়। এর জন্য কাজ শুরু করার আগে ভালো করে মনকে শক্ত করে নিতে হবে। একবার সফল না হলে বার বার চেষ্টা করতে হবে। সফল্য একদিন আপানর কাছে আসবেই আসবে।
২ কম্পিউটার সম্পর্কে নূন্যতম ধারণা।
এসইও কাজ করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার পরিচালনা সম্পর্কে ধরণা থাকতে হবে।নেট কানেক্টকশন দেয়া, সফটওয়্যার ইন্সটল, ব্রাউজার ওয়ার্ড, এক্সেল ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে।
৩ ইন্টারনেট সম্পর্কে ধারণা
আপনাকে ইন্টারনেট সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হবে। যদি এসইও শেখার আগে এই বিষয়টা শিখে রাখেন তাহলে আপনি খুব দ্রুত অগ্রগতি করতে পারবেন।ইন্টারনেট কিভাবে কাজ করে, ইন্টারনেট দ্বারা কি কি সম্ভব সেসব বিষয় গুলো জানতে হবে এবং কিভাবে ইন্টারনেট চালাতে সে বিষয়ে ধারণা থাকতে হবে।বিশেষ করে ব্রাউজার সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।
৪ সার্চ ইন্জিন ব্যবহারের উপর ধারণা
এর পর আপনাকে সার্চ ইন্জিন ব্যবহার করা জনাতে হবে। কিভাবে সার্চ ইন্জিনের মাধ্যমে কোন জিনিস খুজে বের করবেন, কিভাবে অতি দ্রুত কোন বিষয় সার্চ করতে পারবেন এসব জানতে হবে। জানতে হবে সার্চ ইন্জিন কি কেন কিভাবে কাজ করে। আমি মনে করি কেউ যদি এই সার্চিং করাটা খুব ভালো করে শেখে তাহলে তাকে এসইও শেখার জন্য কোন মাষ্টার নিয়োগ করা লাগবেনা। শুধুমাত্র এসইও নয় যেকোন সমস্যর সমাধান সে নিমিষেই বের করতে পারবে।মনে করুন আপনি একা।আপনাকে শেখানোর মত কেউ নেই, একমাত্র গুগল ছাড়া। তাই আপনাকে গুগল থেকেই বের করে নিতে হবে সবকিছু এই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে। যখন আপনি সার্চ করার নিয়ম জানবেন তখন দেখবেন সবই আপনার হাতে মুঠোয়। তাই আমি বলবো সার্চ ইন্জিন ব্যবহারের উপর ধারণা থাকা খুবই জরুরী আপনার অনলাইন জগৎতে কাজ করার জন্য।
৫ ইংরেজি সম্পর্কে ধারণা
আর একটি খুবই প্রয়োজনীয় বিষয় হলো ইংলিশ জানা। এটা জানা থাকলে আপনি মনে করতে পারেন অনলাইনের একটা বড় সম্পদ আপনার জানা আছে। কারণ ইন্টারনেট জগতে ৮৫% ওয়েবসাইট ই কিন্তু ইংরেজিতে।কারণ এটা আন্তর্জাতিক ভাষা।তাই আপনি যদি অনলাইনে নিজের ক্যারিয়ারের কথা ভাবেন তাহলে অবশ্যই আপনাকে মোটামুটি ভাবে ইংরেজি জানতে হবে। একটা সময় পার হয়ে গেলে দেখবেন আপনি অনেক ইংরেজি শিখে ফেলেছেন। হয়তো বা বই পড়েও সম্ভব হতো না। আর আমাদের দেশে অধিকাংশই হলো ইংরেজিতে দূর্বল। যারা দূর্বল তাদের জন্য পরামর্শ রইলো আপনারা ভালো ভালো যেসব ইংলিশ টু বাংলা ডিকশেনারি আছে সেই সব সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তাছড়া এখন গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি ইংরেজিকে বাংলায় করে নিতে পারবেন খুব সহজেই। তাই এই বিষয় নিয়ে ভয় না পেয়ে যা জানেন তাই নিয়েই নেমে পড়ুন। আস্তে আস্তে সব শিখে যাবেন।
৬ ওয়েবসাইট সম্পর্কে ধারণা।
এসইও শিখতে গেলে আপনাকে ওয়েব সাইট সম্পর্কে ধারণা থাকতে হবে। কিভাবে ওয়েবসাইট বানাতে হয় ,কিভাবে একটা ওয়েবসাইটকে ব্যব হার করতে হয়। ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট ইত্যাদি সম্পর্কে ধারণা থাকা জরুরী। এসইও যখন করবেন তখন আপনাকে এই ওয়েবসাইট নিয়েই কাজ করতে হবে, তাই এসইও শেখার আগে চেষ্টা করুন ওয়েবসাইট সম্পর্কে জানতে। তাছড়া আপনি যদি এইচটিএমল সম্পর্কে জানেন তাহলে সেটা প্লাস। আপনাকে ফোরাম, ব্লগ ওয়েব ২.০, সোসিয়াল নেটওয়ার্ক ওয়েবসাইটের ব্যবহারবিধিও জানতে হবে।
যারা একদমই নতুন ও এসইও এর কাজ শিখতে আগ্রহী তাড়া ধাপে ধাপে এই ধরনের প্রস্তুতি গ্রহন করুন। তাহলে দেখবেন আপনি অতি দ্রুত এসইওকে আয়ত্তে নিয়ে আসতে পারছেন।যেকোন ধরনের সমস্যার সমাধান আপনি নিজেই বের করতে পারছেন।
ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন। আর নতুনদের প্রতি আমার অনুরোধ থাকবে প্রথমেই শুধু আয় করার জন্যই এসইও শেখার পরিকল্পনা করবেন না। আগে একে ভালো করে জানুন চিনুন আর আয়ত্ত করুন।পরে দেখবেন টাকাই আপানর পিছোনে ছুটছে। (ধন্যবাদ সবাইকে)
No comments:
Post a Comment