আসালামু-আলাইকুম । সবাই কেমন আছেন? USB পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেটাপ
করার ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু তৈরী করাটাই হল বিশাল ঝামেলার
কাজ। পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করার অনেক পদ্ধতি আছে । কিন্তু
বেশিরভাগ পদ্ধতি ব্যবহার করা কঠিন এবং সময় সাপেক্ষ । ফলে, অনেকে এভাবে
ব্যর্থ হয়েছেন । কারণ, এসব পদ্ধতিতে সিএমডি (cmd) ব্যবহার করা হয় বলে
অনেকে সফল হতে পারেন না ।
কিন্তু, আজ আমি এমন একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে শুধুমাত্র একটি সফটওয়্যার ব্যবহার করে আপনি সহজেই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ভিস্তা ইন্সটল করতে পারবেন ।:yahoo:



আপনার বুটেবল পেনড্রাইভ এখন সফলভাবে তৈরি ।

আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে পারেন
কিন্তু, আজ আমি এমন একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে শুধুমাত্র একটি সফটওয়্যার ব্যবহার করে আপনি সহজেই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ভিস্তা ইন্সটল করতে পারবেন ।:yahoo:
সফটওয়্যার নামঃ WinToFlash
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
কার্যপ্রণালী:
- ‘Advanced mode’ এ ক্লিক করুনঃ
- Task এর ড্রপডাউন মেন্যু থেকে আপনি উইন্ডোজ এর যে ভার্সনটি দিয়ে
পেনড্রাইভ বুটেবল করতে চান সেটি সিলেক্ট করুন এবং “Create” বাটনে ক্লিক
করুন । আমি Windows Xp সিলেক্ট করেছি ।
- Windows source path: আপনার কম্পিউটারের সিডি/ডিভিডি ড্রাইভ সিলেক্ট করুন ।
- USB Drive: এখানে আপনার পেনড্রাইভটির ডিরেক্টরি দেখিয়ে দিন ।
- উপরের কাজ গুলো শেষ হলে ‘Run’ বাটনে ক্লিক করুন ।
- লাইসেন্স এগ্রিমেন্ট এ ক্লিক করুনঃ
- ‘OK’ প্রেস করুন ।
- কাজ শেষ হলে নিচের মত আসবে;
আপনার বুটেবল পেনড্রাইভ এখন সফলভাবে তৈরি ।
পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করতেঃ
- বুটেবল পেনড্রাইভটি আপনার পিসিতে প্রবেশ করুন ।
- আপনার পিসি রিষ্টার্ট দিন ।
- Del/F2 চেপে বায়স সেটিংস এ প্রবেশ করুন।
- First Boot Device এ USB Pendrive সিলেক্ট করে দিন ।
- F10 এবং Y চেপে সেভ করুন।
আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে পারেন
No comments:
Post a Comment