Friday, December 27, 2013

লিনাক্সে ব্যবহার করুন উইন্ডোজের বিকল্প সফটওয়্যার

সবাই কেমন আছেন? কয়েক দিন পর আজ আবার এলাম। আশা করি এতদিন সবাই ভাল ছিলেন? যাই হোক…..পিসি হেল্পলাইন বিডি তে আপনাদের পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি।
আজ যে বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি তা হলো লিনাক্স। লিলাক্স হচ্ছে একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। বর্তমানে লিনাক্সের জনপ্রিয়তা যে হারে বৃদ্ধি পাচ্ছে তা অতি তাড়াতাড়ি সকলের কাছে চলে আসছে। কারনে অনেকে উইন্ডোজ থেকে লিনাক্স অপারেটিং সিস্টেম এ প্রবেশ করছেন। লিনাক্স এর সকল সুবিধার জন্য মানুষ বাধ্য হয়ে এর প্রতি নজর দিচ্ছেন। যার ফলে লিনাক্সের চাহিদা দিন দিন বেরে যাছে এবং কম্পিউটার ব্যবহার কারীরা এক নতুন দিগন্তের সূচনা তৈরি করছে। বিস্তারিত জানতে ভিজিট করুন এই সাইট। এর পাশাপশি কিছু সমস্যার কারনে অনেকে লিনাক্স এর প্রতি হতাশ। কারুন নতুন অপারেটিং সিস্টেম হয়ার কারনে এর সাথে নতুন নতুন সফটওয়্যার এর অভাব থাকায় অনেকে লিনাক্স এর প্রতি আশা প্রায় ছেড়ে দিয়েছে। কারন নতুন ব্যবহারকারীদের একটু সমস্যা হয়ে যায় এতদিনের পরিচিত উইন্ডোজের প্রোগ্রামগুলোর কোনটার কাজ লিনাক্সে কি দিয়ে করবেন তা নিয়ে। যেমন: অনেকে এতদিন ওয়ার্ড, এক্সেল, ফটোসপ ব্যবহার করেছেন এখন লিনাক্সে কোন প্রোগ্রাম দিয়ে এসব কাজ করবেন। তাই এই ধরনের ব্যবহারকারীদের জন্য একটি কাজের কাজের ওয়েবসাইট হচ্ছে The Linux Equivalent Project. এখান থেকে যে কেউ উইন্ডোজ এর বিকল্প সব সফটওয়্যার পেয়ে যাবেন। যারা এই সকল সমস্যার সম্মুক্ষিন হচ্ছেন তারা এই সাইট থেকে আশাকরি তার সমাধান পেয়ে যাবেন।

No comments:

Post a Comment