Tuesday, December 31, 2013

পেপাল এর বিকল্পঃ মানিবুকার্স এর মাধ্যমে সহজে অর্থ লেনদেন পদ্ধতি

মানিবুকার্স হচ্ছে ইউরোপের একটি অন্যতম প্রধান অনলাইন অর্থ লেনদেনের প্রতিষ্ঠান। বর্তমানে মানিবুকার্সের এক কোটি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে। এটি বাংলাদেশসহ বিশ্বের দু’শয়েরও বেশি দেশে ৮০ ধরনের অর্থ লেনদেনের সুবিধা দেয়। বর্তমানে প্রতিদিন ১৫ হাজারের উপর নতুন ব্যবহারকারী মানিবুকার্সে রেজিস্ট্রেশন করছে।
বাংলাদেশের মানুদের কাছে মানিবুকারসকে বলা হয় বাঙ্গালীর পেপাল। এটি বাংলাদেশের মানুষের কাছে পেপালের প্রধান বিকল্প। বিশেষ করে যেসব দেশে পেপালের কোনো সাপোর্ট নেই, সেসব দেশের জন্য মানিবুকারস একটি আদর্শ মাধ্যম। বিশ্বের প্রায় শতকরা ৮০ভাগ ফ্রিল্যান্সি মার্কেটপ্লেসে মানিবুকারস সাপোর্ট করে। এক্ষেত্রে তুলানামুলকভাবে কম খরচ পড়ে। ফ্রিল্যান্সিং সাইট ছাড়া কোন ব্যক্তি থেকে অর্থ গ্রহনের জন্য কোন ফি দিতে হয় ন।
রেজিস্ট্রেশন পদ্ধতি
মানিবুকাসের নিরাপত্তা জোরদার করার জন্য এটি প্রত্যেক ব্যবহারকীকে তিনটি পদ্ধতিতে যাচাই করে থাকে। এগুলো হচ্ছে- ঠিকানা যাচাই, ব্যাংক অ্যাকাউন্ট যাচাই এবং ক্রেডিট/ডেবিট কার্ড যাচাই। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে ঐচ্ছিক, তবে প্রথম দু’টি অবশ্যই সম্পন্ন করে। যাদের মানিবুকারস্ একাউন্ট নাই তারা এখানে ক্লিক করুন এবং দ্রুত একটি একাউন্ট করে ফেলুন।
ঠিকানা নিশ্চিত করা
লগইন করার পর My Account পৃষ্ঠায় Account Status অংশ থেকে Address Verify লিংকে ক্লিক করুন। পরবর্তী পৃষ্ঠায় আপনার ঠিকানাটি দেখাবে, এরপর ‘Send me a verification letter’ বাটনে ক্লিক করুন। মানিবুকারস আপনার ঠিকানায় একটি চিঠি পাঠাবে। চিঠিটি আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। চিঠিতে আপনাকে ছয়টি সংখ্যার একটি কোড পাঠানো হবে। কোডটি পাবার পর সাইটে লগইন করে “My Account”? ‘Profile’ পৃষ্ঠায় গিয়ে আপনার ঠিকানার পাশের ‘Verify’ লিংকে ক্লিক করুন। সেই কোডটি জমা দিন। এরপর আপনি মানিবুকাসের মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবেন।
ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা
মানিবুকারস থেকে আপনার ব্যাংকে অর্থ তুলতে হলে My Account থেকে প্রথমে একটি ব্যাংক অ্যাকাউন্ট যোগ করে নিন। এক্ষেত্রে আপনার ব্যাংকের SWIFT কোড, ব্যাংকের ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। মানিবুকারসে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার সাথে সাথে আপনি ব্যাংকে অর্থ তুলতে পারবেন। তবে এক্ষেত্রে মানিবুকারস আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যাচাই করতে বলবে। ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার জন্য ব্যবহারকারীর ব্যাংক থেকে মানিবুকারসের অ্যাকাউন্ট থেকে সামান্য পরিমাণ অর্থ (5 থেকে 10 ডলার) পাঠাতে হবে। তবে বাংলাদেশের আইনের জন্য কোন ব্যাংক থেকেই মানিবুকারসে টাকা পাঠাতে পারবেন না। এক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবেঃ
  1. কোন ফ্রিল্যান্সিং সাইট থেকে অর্থ পাবার পর মানিবুকারস দিয়ে একবার অর্থ উত্তোলন করুন। ব্যাংক অ্যাকাউন্ট যাচাই না করেও আপনি দু’বার অর্থ উত্তোলন করতে পারবেন। এজন্য লগইন করে Withdraw লিংকে ক্লিক করুন।
  2. টাকা ব্যাংকে জমা হবার পর ব্যাংক থেকে বিগত ছয় মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট চেয়ে নিন।
  3. ব্যাংক স্টেটমেন্টের মধ্যে মানিবুকারস থেকে আপনি যে অর্থ পেয়েছেন তার তারিখ এবং ডলারের পরিমাণ দেখতে পারেন। কিন্তু এই ডলার কার কাছ থেকে এসেছে, তা উল্লেখ থাকবে না। এজন্য আপনাকে ওই লেনদেনের SWIFT Transaction নামের আরেকটি কাগজ সংগ্রহ করতে হবে। সাধারণত ব্যাংক এ কাগজ আপনাকে দিতে চাইবে না। কিন্তু আপনি যদি পুরো বিষয়টি তাদের বুঝিয়ে বলতে পারেন, তাহলে তারা আপনাকে কাগজটির ফটোকপি দিতে সম্মত হবে। প্রকৃতপক্ষে আপনি যে ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করছেন, তা জানতে পারলে তারা খুশি হয়েই আপনাকে সাহায্য করবে।
  4. ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কাগজগুলো সত্যায়িত করার পর এগুলোকে স্ক্যান করে কম্পিউটারে নিয়ে নিন। সাথে পাসপোর্টও স্ক্যান করে নিন।
  5. এরপর merchantservices@moneybookers.com ঠিকানায় ই-মেইল অ্যাটাচমেন্ট করে এগুলো পাঠিয়ে দিন। ই-মেইলের Subject হিসেবে Manual Bank Account Verification উল্লেখ করুন এবং তাদের জানিয়ে দিন বাংলাদেশ থেকে যেহেতু কোন টাকা মানিবুকারসে পাঠানো সম্ভব নয়, তাই আপনি ব্যাংক স্টেটমেন্ট এবং সংশ্লিষ্ট কাগজের স্ক্যানকপি ই-মেইলে মাধ্যমে পাঠাচ্ছেন। তারা যেন Manually আপনার ব্যাংক একাউন্ট যাচাই করে নেয়।
  6. ই-মেইল পাঠানোর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি মানিবুকারস থেকে ই-মেইল পাবেন। সবকিছু উপরে উল্লিখিত নিয়ম অনুযায়ী করতে পারলে মানিবুকারস কর্তৃপক্ষ আপনার ব্যাংক অ্যকাউন্টটি নিশ্চিত করে নেবে। এরপর আপনার মানিবুকাসের সব সুবিধা নিরবচ্ছিন্নভাবে উপভোগ করতে পারবেন।
ক্রেডিট/ ডেবিট কার্ড যোগ করা
যাদের ক্রেডিট/ ডেবিট কার্ড রয়েছে তারা ইচ্ছে করলে মানিবুকারসে কার্ডটি যোগ করে কার্ডের টাকা মানিবুকারসে নিয়ে যেতে পারবেন। বর্তমানে অনেকেরিই পেওনার প্রদত্ত ডেবিট মাস্টারকার্ড রয়েছে। এই কার্ডের বিভিন্ন সুবিধা রয়েছে। তবে এই কার্ডের টাকাকে শুধু এটিএম থেকে ক্যাশ হিসেবে তোলা হয়, ব্যাংকের সাথে এর কোন যোগাযোগ নেই। কার্ডের টাকাকে আপনার ব্যাংকে জমা রাখতে চাইলে এটিএম থেকে টাকা নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। এটিএম থেকে এক দিনে একটি নির্দিষ্ট অংকের বেশি অর্থ তুলতে পারবেন না। ফলে বড় অংকের অর্থের ক্ষেত্রে কয়েকদিনে টাকা জমা দিতে হবে, যা ঝামেলাপূর্ণ ও নিরাপদও নয়। মানিবুকারসের মাধ্যমে সে কাজ ঘরে বসে কয়েকটি ক্লিকের মাধ্যমে করা যাবে।এজন্য প্রথমে মাস্টারকার্ডটি মানিবুকারসে যোগ করুন। কার্ডটি সঠিকভাবে যাচাই হবার পর উপরের মেনু থেকে Upload Funds লিংকে ক্লিক করে Credit Card অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনার কার্ডের পেশনে লেখা তিনটি সংখ্যার CVV2 কোড দিন এবং কত টাকা কার্ড থেকে মানিবুকারসে নিতে চান তা উল্লেখ করুন। Next বাটনে ক্লিক করার সাথে সাথেই কার্ড থেকে মানিবুকারসের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এরপর মেনু থেকে Withdraw লিংক-এ ক্লিক করে এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। কার্ড থেকে মানিবুকারসে টাকা আনতে কিছু চার্জ যুক্ত হবে, যা মাস্টারকার্ডের মাধ্যমে টাকা তোলার চেয়ে সাশ্রয়ী। যুক্তরাষ্ট্রে মানিবুকারসের কোনো সার্ভিস নেই। যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মানিবুকারসে রেজিস্ট্রেশন করতে পারে না। যে সব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা ই-কমার্স সাইট যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হচ্ছে সেগুলো মানিবুকারসের মাধ্যমে কোন সার্ভিস দিতে পারে না।
মানিবুকারসে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে তা যাচাই করাটা প্রথম দিকে একটু ঝামেলাপূর্ণ। কিন্তু একবার যাচাই হয়ে গেলে মানিবুকারসের কল্যাণে অনলাইনে অর্থ লেনদেনের একটি বিশাল ক্ষেত্র আপনার সামনে উন্মোচিত হয়ে যাবে। যা দিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং, ই-কমার্স সাইট তৈরী,  কেনাকাটা ইত্যাদি অসংখ্য কাজে মানিবুকারসকে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশী ফ্রিল্যান্সাররা তাদের পরিচিত ক্লায়েন্টের কাজ থেকে এই পদ্ধতিতে কোন খরচ ছাড়াই সরাসরি অর্থ গ্রহণ করতে পারবেন (যুক্তরাষ্ট্রের ক্লায়েন্ট ছাড়া)। মানিবুকারস একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে নিরাপদ এবং ঝামেলাহীন অনলাইন লেনদেনের মাধ্যম।
Favoriteলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন
নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

Friday, December 27, 2013

লিনাক্সে ব্যবহার করুন উইন্ডোজের বিকল্প সফটওয়্যার

সবাই কেমন আছেন? কয়েক দিন পর আজ আবার এলাম। আশা করি এতদিন সবাই ভাল ছিলেন? যাই হোক…..পিসি হেল্পলাইন বিডি তে আপনাদের পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি।
আজ যে বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি তা হলো লিনাক্স। লিলাক্স হচ্ছে একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। বর্তমানে লিনাক্সের জনপ্রিয়তা যে হারে বৃদ্ধি পাচ্ছে তা অতি তাড়াতাড়ি সকলের কাছে চলে আসছে। কারনে অনেকে উইন্ডোজ থেকে লিনাক্স অপারেটিং সিস্টেম এ প্রবেশ করছেন। লিনাক্স এর সকল সুবিধার জন্য মানুষ বাধ্য হয়ে এর প্রতি নজর দিচ্ছেন। যার ফলে লিনাক্সের চাহিদা দিন দিন বেরে যাছে এবং কম্পিউটার ব্যবহার কারীরা এক নতুন দিগন্তের সূচনা তৈরি করছে। বিস্তারিত জানতে ভিজিট করুন এই সাইট। এর পাশাপশি কিছু সমস্যার কারনে অনেকে লিনাক্স এর প্রতি হতাশ। কারুন নতুন অপারেটিং সিস্টেম হয়ার কারনে এর সাথে নতুন নতুন সফটওয়্যার এর অভাব থাকায় অনেকে লিনাক্স এর প্রতি আশা প্রায় ছেড়ে দিয়েছে। কারন নতুন ব্যবহারকারীদের একটু সমস্যা হয়ে যায় এতদিনের পরিচিত উইন্ডোজের প্রোগ্রামগুলোর কোনটার কাজ লিনাক্সে কি দিয়ে করবেন তা নিয়ে। যেমন: অনেকে এতদিন ওয়ার্ড, এক্সেল, ফটোসপ ব্যবহার করেছেন এখন লিনাক্সে কোন প্রোগ্রাম দিয়ে এসব কাজ করবেন। তাই এই ধরনের ব্যবহারকারীদের জন্য একটি কাজের কাজের ওয়েবসাইট হচ্ছে The Linux Equivalent Project. এখান থেকে যে কেউ উইন্ডোজ এর বিকল্প সব সফটওয়্যার পেয়ে যাবেন। যারা এই সকল সমস্যার সম্মুক্ষিন হচ্ছেন তারা এই সাইট থেকে আশাকরি তার সমাধান পেয়ে যাবেন।

ল্যান্ডফোন ও মোবাইল নাম্বার ট্র্যাকিং করে লোকেশান বের ফেলুন ।

এখন থেকে কেউ ল্যান্ডফোন বা মোবাইল নাম্বার থেকে কেউ হুমকি দিলে ল্যান্ডফোন বা মোবাইল নাম্বার ট্র্যাকিং করে তার লোকেশান বের করে ফেলুন, মোবাইল নাম্বার ট্র্যাকিং সিস্টেমটা জেনে রাখুন, মোবাইল ট্র্যাকিং সিস্টেমটা আপাতত বন্ধ আছে পরবর্তীতে চালু হলে আবার চেষ্টা করেন ।
ল্যান্ডফোন
বাংলাদেশে ল্যান্ডফোন ব্যবহারকারী অপরিচিত কারো পরিচয় জানার প্রয়োজন হতে পারে। যে কোন ল্যান্ড ফোন নাম্বার দিয়েই আপনি ইচ্ছা করলে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে পারবেন। খুব সহজ একটি পদ্ধতিতে এটি করা যায়। চলুন দেখি কিভাবে এটি করা যায়।
এই কাজটি করতে প্রথমে লিংকে  ক্লিক করুনঃ
এরপর নিচের ছবির ধাপ গুলো অনুসরণ করুনঃ
http://www.bigganprojukti.com/wp-content/uploads/2011/03/1-400x196.png
লগইন এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবে
http://www.bigganprojukti.com/wp-content/uploads/2011/03/2-400x234.png
প্রথমে CUSTOMER ID (AREA CODE + PHONE) এ আপনি যে ফোন নাম্বার ব্যবহার করে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে চান সেই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান। এরপর PASSWORD হিসেবেও একই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান এবং লগইন করুন।
এবার নিচের ছবি অনুসারে কাজ করুনঃ
http://www.bigganprojukti.com/wp-content/uploads/2011/03/3-400x199.png
PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবেঃ
http://www.bigganprojukti.com/wp-content/uploads/2011/03/4-400x196.png
মার্ক করা অপশন দুটোর যে কোন একটিতে ক্লিক করুন। নিচের ছবির মত আরেকটি পেইজ আসবে।
http://www.bigganprojukti.com/wp-content/uploads/2011/03/5-400x198.png
এরপর মাস ও বছর লিখে সাবমিট করুন। নিচের ছবির মত আপনি একটি বিল দেখতে পাবেন যেখানে ব্যবহারকারীর নাম ও ঠিকানাও থাকবে। এভাবেই অপরিচিত যে কারও নাম ও ঠিকানা বের করতে পারবেন। এছাড়াও বিটিসিএল এর গ্রাহকরাও নিজেদের টেলিফোন বিল ইন্টারনেটে দেখতে পারবেন।
জিপি সিম এর লোকেশান===============
১. এই ঠিকানায় গিয়ে
রেজিস্ট্রেশন করুন।
http://s.techtunes.com.bd/tDrive/tuner/tanzil/48856/Untitled-2.jpg
এর পর ইমেইল ভেরিফাই এর মাধ্যমে এ্যকাউন্ট অ্যাক্টিভ করে নিন ।
এবার ছবিতে দেখানো Developer Test Phone এ ক্লিক করুন।
http://s.techtunes.com.bd/tDrive/tuner/tanzil/48856/Untitled-6.jpg
আপনার গ্রামীনফোন মোবাইল নম্বরটি দিন। ফরম্যাটটি হবে 88017XXXXXXXX ধরণের। এরপর Save করুন।
আপনার কোড আপনার মোবাইল এ চলে যাবে ২০ মিনিটের মধ্যে কোড দিয়ে Change Test Phone এ ক্লিক করুন। অ্যাকাউন্ট ভেরিফাই হবে।
এরপর এখানে যেয়ে আপনার ইউজারনেম, পাসওয়ার্ড, মোবাইল নম্বর দিয়ে (যেই নম্বর দিয়ে ভেরিফিকেশন করেছেণ) Log In করুনবেশ কিছুক্ষণ সময় নেবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।
http://s.techtunes.com.bd/tDrive/tuner/tanzil/48856/Untitled-11.jpg
এবার দেখুন আপনার লোকেশান দেখা যাবে গুগল ম্যাপ এ ।
গুগলমাপের মাধ্যমে সর্বোচ্চ ১.২ কিলোমিটার রেডিয়াস অ্যাকুরেসিতে আপনার লোকেশন কম্পিউটারে দেখতে পারবেন পৃথিবীর যেকোনো স্থান থেকে
এসএমএস এর মাধ্যমে=============

প্রিয়জনের অবস্থান জানার জন্য টাইপ করুন locate <স্পেস> প্রিয়জনের নম্বর <প্রিয়জনের নাম> আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। ফিরতি এসএমএস জানিয়ে দেবে প্রিয়জনের অবস্থান!
তবে এ সার্ভিস উপভোগ করার আগে বাডি ট্র্যাকার সার্ভিসে রেজিস্ট্রেশন করাতে হবে। সার্ভিসটি চালু করার জন্য টাইপ করুনstart <স্পেস> আপনার নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। এক্ষেত্রে আপনার প্রিয়জনের আপনার পাঠানো ট্র্যাকিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে।
ট্র্যাকিং লিস্টে প্রিয়জনকে অ্যাড করার জন্য টাইপ করুন add <স্পেস> প্রিয়জনের নম্বর <স্পেস> প্রিয়জনের নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।

কোন প্রিয়জনের কাছ থেকে অ্যাড রিকোয়েস্ট পাওয়ার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য টাইপ করুন y <অটো জেনারেটেড কোড> আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে, আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতে চাইলে n <অটো জেনারেটেড কোড> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।
কখনো বাডি ট্র্যাকার সার্ভিস বাদ দিতে চাইলে <stop> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।

চার্জ ২.৩০ টাকা/এসএমএস, কোন মাসিক রেন্ট প্রযোজ্য নয়
===================================================================================================================
বোনাস
===================================================================================================================
এখুন আপনার জিপি মোবাইল সিম এর সকল তথ্য পান আপনার কম্পিউটার এ ……
রেজিষ্টার করে নিন আপনার মোবাইল নাম্বার দিয়ে
তারপর আপনার মোবাইল একটি কোড যাবে সেটি দিয়ে এ্যকাউন্ট অ্যাক্টিভ করে নিন । এবার লগিন করে দেখেন আপনার সিমের সকল তথ্য আপনার সামনে ।
বিঃদ্রঃ দয়া করে চুপি চুপি কারো ফোন ট্রাক করবেন না।কোনো অনৈতিক কাজে ব্যবহার করবেন না। প্রযুক্তিকে সঠিক পথে পরিচালিত করুন।
বিঃ দ্রঃ এটা হাবীব রাজশাহীর লেখা পুরনো পোস্ট তাই জিপির সিস্টেমটা আপাতত কাজ নাও করতে পারে তাই মোবাইল নাম্বার ট্র্যাকিং করতে পরবর্তীতে চেষ্টা করুন ।

আইপি হাইড করুন Mask My IP 2.4.1.2 (ফুল ভার্সন) দিয়ে । 2.5MB

আসসালামু আলাইকুম, সবাইকে আমার শুভেচ্ছা রইলো। আশা করি সকলে ভালো আছেন। বেশ কয়েক দিন নিয়মিত আসতে পারিনি। যাই হক এখন থেকে নিয়মিত আসব । আপনি হ্যাকার অথবা দুষ্ট লোকের কাছ থেকে আইপি হাইট করে লুকিয়ে থাকতে পারেন । অনেক কারনেই আইপি হাইড করার প্রয়োজন পরে। আইপি হাইড করার জন্য অনেক সফটওয়্যার আছে । তবে ফ্রি পাওয়াটা একটু কঠিন হয়ে পরে । আজ আপনাদের জন্য থাকছে মাত্র ২.৫ মেগাবাইটের Mask My IP 2.4.1.2 ফুল ভার্সন । এইটি ব্যবহার করে আপনি সহজেই আইপি হাইড করে রাখতে পারবেন ।Mask My IP 2.4.1.2চলুন দেখেনেই কিকি সুবিধা পাওয়া যাবে এই Mask My IP 2.4.1.2 এ
  • Hide Real IP Address
  • Surf Anonymously
  • Block ISP Eavesdropping
  • Guard Against Hackers
  • Prevent Identity Theft & Credit Card Fraud
  • Protect All Connections Including Wi-Fi
  • Defend in the Forum once be banned
  • Send Anonymous Emails
  • Easy & Effective
  • Auto / Manual IP Changing
  • 100% Clean & Safe
  • Compatible With A lot
  • It’s Free BY_NAYEM
প্রথমে এখান থেকে ২.৫ মেগাবাইটের Mask My IP 2.4.1.2 ডাউনলোড করে নিন ।
প্রথমে সফটওয়্যার টা ইন্সটল করুন (সফটওয়্যার ইন্সটল এর সময় ফ্ল্যাশ প্লেয়ার আপডেট নিতে পারে) । লক্ষ্য করুন ইন্সটল করা সফটওয়্যারটির মেয়াদ ১ দিন । WinRAR ফাইলে দেয়া প্যেচ ব্যবহার করলে ফুল ভার্সন হয়ে যাবে । ব্যবহারের নিয়ম দেখে নিন ।
প্যেচ ওপেন করুন এবং Patch বাটন চাপুন।
1
এখন Yes বাটন চাপুন ।
2
তার পড় C ড্রাইভের Program থেকে MaskMyIP ফোল্ডারে যান ।
3
এখানের  MaskMyIP ওপেন করলেই প্যেচ দেয়া হয়ে যাবে ।
4
অনেকেই Patch ব্যবহার নিয়ে জামেলা পাকিয়েছেন । তাদের সুবিধার জন্য ভিডিও
টিউটোরিয়াল করে দিলাম
============================================================================
এবার সফটওয়্যার টা চালু করুন । Hide IP চাপলেই কাজ শুরু হয়ে যাবে । অথবা পছন্দ মতন লোকেশন ব্যবহার করতে পারবেন এইজন্য ফ্যেক লোকেশনে চাপুন । 5
এখানে আপনি সকল দেশের পতাকা পাবেন । মনে করুন BRAZILOK চাপুন ।
6
হয়েগেল BRAZIL এর আইপি । মানে আপনি এখন ব্রাজিলে আছেন :P 
7
চাইলে অটো অপশন চালু করতে পারবেন । কিছুখন পর পর আইপি বদল হবে ।
8

পোস্টটি ভাল লাগলে সুন্দর একটা মন্তব্য করবেন । ও সরি আপনি ত আবার কিপটা । মন্তব্য করতে গেলে একটু বেশি ডাটা খরচ হইব না । আরে ভাই কেন বোজেন না । আপনার ভাল মন্তব্য টি  লেখকের লেখা আরো দশ গুন বাডিয়ে দেয় । সবাই ভাল থাকবেন । ধন্যবাদ ।

► ভেঙে ফেলুন ম্যামোরি কার্ডের পাসওয়ার্ড ❢ …হ্যাকারদের জন্য নয় ◄

 “মোবাইলের ম্যামরি কার্ড (Micro SD Memory Card/T-Flash) পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন? বা ম্যামরি কার্ডের হারানো পাসওয়ার্ড পূনরুদ্ধার করুন (Recover) এমন পোষ্টের খোঁজ আমরা তখনি করি যখন, নিরাপত্তার কারণে আমাদের ম্যামরি কার্ডে দেওয়া পাসওয়ার্ডটি হারিয়ে যায়।

এমন পরিস্তিতিতে রীতিমত অসহায় হয়ে কার্ডটি ফ্লাশ দিতে হয়। এতে করে ম্যামরি কার্ডে সংরক্ষিত আমাদের অনেক গুরুত্বপূর্ন তথ্যও চিরতরে মুছে যায়। সেগুলো অনেক সময় শক্তিশালী রিকভারী টুল দিয়েও আর উদ্ধার করা যায়না।

বিষয়টির একটি সহজ সমাধান আছে।

Click Here For More...
Drive-Memory

১. যেকোন সাইট থেকে “File Explorer” অ্যাপটি মোবাইলে ইনষ্ট‌ল (Install) করুন। *পিসি থেকেও লোড দিতে পারেন। তবে অবশ্যই ফোন ম্যামরিতে লোড দেবেন।

2. আপনার পাসওয়ার্ড হারানো ম্যামরি কার্ডটি উক্ত মোবাইলে সংযুক্ত করে কিছু সময় রেখে- পরে বিচ্ছিন্ন করে দিন। *যদি মোবাইল হ্যান্ডসেট থেকে ম্যামোরি কার্ডে পাসওয়ার্ড দিয়ে থাকেন (যেমন নোকিয়া) তবে ঐ সেট ব্যাতীত অন্য কোন হ্যান্ডসেট ব্যাবহার করতে হবে।

৩. এবার “File Explorer” অ্যাপটি চালু করে আপনার ফোন ম্যামোরি (ড্রাইভ C, C:/) ব্রাউজ করে MMCSTORE নামক ফাইলটি খুঁজে বের করুন।

৪. পেয়ে গেলে- সেটিকে রিনেম করে txt ফরম্যাটে নিয়ে যান। (Such as; MMCSTORE.txt)

৫. Then Open this file by using your phone and read. What’re you seeing…

তবে ফাইলটি কম্পিউটারে নিয়েও খুলতে পারেন। ভিতরে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।

আরো বেশকিছু উপায় এবং কিছু টুল ব্যাবহার করে কাজটি করা যায়। থাক সে কথা। দয়াকরে অন্যকারো ম্যামোরি কার্ড এই উপায়ে খোলার চেষ্টা করবেন’না। কৌশলটি শুধু প্রকৃত ব্যাবহারকারীদের জন্য যারা পাসওয়ার্ড হারিয়ে বিপাকে পরেছেন।

———————————————————————————–

আহা! লেখা যে ফুরিয়ে গেল। :)

আসলে বিগত কিছু সাধারণ এবং ‘গুরূত্বপূর্ন’ সংবাদ শীর্ষক লেখাটির শেষের দিকে এই টিপসটি শেয়ার করাতে অনেকেই আসল ঘটনা বুঝতে পারেন নাই। ব্যাক্তিগতভাবে কয়েকজন আবার অনুরোধ করেছেন যে বিষয়টি নিয়ে যেন আমি আলাদা পোষ্ট করি।

ওখানে অবশ্য একটি পিসি ক্লিনিং ইউটিলিটিও শেয়ার করেছিলাম। তো যারা দেখেন নাই তারা উপরের শিরোনামের উপর অথবা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন।

আসছে ঈদের জন্য সবাইকে সুভেচ্ছা।

সবশেষে সালাম জানিয়ে আজকের মত আপনাদের থেকে বিদায় নিচ্ছি…

জিপ অথবা রার ফাইলের পাসওয়ার্ড বের করুন কোন রকম সফটওয়্যার ছাড়াই !

আসসালামু আলাইকুম ।
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন । আজ অনেক দিন পর ব্লগে ফিরে এলাম । কিছুদিন যাবত ভাবছিলাম
লিখবো ।আজ হঠাৎ  নাহিদ ভাই  ফোন করে বললেন আবার আগের মত শুরু করতে ।যেই কথা সেই কাজ ।
কিন্তু অনেকদিনে মাথায় অনেক জং ধরে গেছে ।তাই তেমন কোন অসাধারন টিপস দিতে পারছি না ।
সাধারন কিছু নিয়েই এলাম । আজকে আমরা দেখবো কিভাবে সফটওয়্যার ছাড়াই রার/জিপ ফাইলের পাসওয়ার্ড রিকভারি করা যায় ।
আমরা অনেকেই পাসওয়ার্ডওয়ালা জিপ/রার ফাইল নিয়ে সমস্যায় পড়ি মাঝে মাঝে ।
পাসওয়ার্ড  উদ্ধার করতে নানা সফটওয়্যারের সাহায্য নিই ।কিন্তু এ জটিল কাজটি আপনি কোন রকম জটিলতা ছাড়াই সিম্পল একটি নোটপ্যাড ট্রিকসের মাধ্যমে করতে পারেন ।
তাহলে আর কি দরকার আজ্যাইরা রিকোভার  সফটওয়্যারের ? :P
তাহলে আসুন কাজ শুরু করি -
প্রথমে নোটপ্যাড খুলুন-
Screenshot_2
নিচের কোডটি কপি পেস্ট করুন নোটপ্যাডে-
REM ==================================================
REM www.pchelplinebd.com
@echo off
color B
title Rar Password Cracker By pchelplinebd.com
mode con: cols=47 lines=20
copy "C:\Program Files\WinRAR\Unrar.exe" 
SET PASS=0
SET TMP=TempFold
MD %TMP%
:RAR
cls
echo ----------------------------------------------
echo                   GET DETAIL
echo ----------------------------------------------
echo.
SET/P "NAME=Enter File Name  : "
IF "%NAME%"=="" goto NERROR
goto GPATH
:NERROR
echo ----------------------------------------------
echo                      ERROR
echo ----------------------------------------------
echo Sorry you can't leave it blank.
pause
goto RAR
:GPATH
SET/P "PATH=Enter Full Path : "
IF "%PATH%"=="" goto PERROR
goto NEXT
:PERROR
echo ----------------------------------------------
echo                      ERROR
echo ----------------------------------------------
echo Sorry you can't leave it blank.
pause
goto RAR
:NEXT
IF EXIST "%PATH%\%NAME%" GOTO SP
goto PATH
:PATH
cls
echo ----------------------------------------------
echo                     ERROR
echo ----------------------------------------------
echo Opppss File does not Exist..
pause
goto RAR
:SP
echo.
echo Generating Password...
echo. 
:START
title Cracking Password...
SET /A PASS=%PASS%+1
echo %RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%%RANDOM%
UNRAR E -INUL -P%PASS% "%PATH%\%NAME%" "%TMP%"
IF /I %ERRORLEVEL% EQU 0 GOTO FINISH
GOTO START
:FINISH
RD %TMP% /Q /S
Del "Unrar.exe" 
cls
title Password Found
echo ----------------------------------------------
echo                     CRACKED
echo ----------------------------------------------
echo.
echo PASSWORD FOUND!
echo FILE  = %NAME%
echo CRACKED PASSWORD = %PASS%
echo this cracker created by KHALED MAHMUD KHAN
echo all rights reserved by www.pchelplinebd.com
pause>NUL
exit
REM ==================================================

File/Save as অপশনে গিয়ে Crack Pass Recover.bat  নামে ফাইলটি সেভ করুন-
Screenshot_3খেয়াল করুন যেখানে নোটপ্যাডটি সেভ করেছেন সেখানে উক্ত নামে একটি আলাদা (bat) ফাইল তৈরী
হয়েছে ।ঠিক এরকম-
Screenshot_3উক্ত ফাইলটি ওপেন করুন এবং -

হহহ
Enter Full Name অংশে আপনার পাসওয়ার্ড দেয়া রার/জিপ ফাইলটির নাম লিখুন সঠিক বানানে ।
যেমন আমি এখানে যে ফাইলটির পাসওয়ার্ড উদ্ধার করবো তার নাম Hiren Boot CD
এরপর ইন্টার চাপুন ।
Enter Full Path অংশে ফাইলটির  লোকেশন দেখিয়ে দিন ।যেমন আমার ফাইলটি ছিলো সি ড্রাইভে ।
তাই লোকেশন হয়েছে C:/
লোকেশন দেখিয়ে ইন্টার চাপুন ।এখন একটু ওয়েট করুন ।এরকম একটি স্কীন আসবে -
Screenshot_6পাসওয়ার্ড উদ্ধার কাজ শুরু হয়েছে ।মনে রাখবেন , ফাইলের সাইজ যত বড় হবে উদ্ধার কাজে সময় তত বেশী লাগবে । তারপর দেখুন অবশেষে -
found
Password Found ! আইমিন পাসওয়ার্ডটি পাওয়া গেছে 8-)

দেখলেন তো কত সহজে হয়ে গেলো :)
যারা এতসব গুতাগুতি আইমিন নোটপ্যাডে কাজ করার মত কষ্টটুকটু করতে চান না তাদের জন্য
ফাইলটি আপলোড করে দিলাম । এখানে ক্লীক করে নামিয়ে নিন
আজ এ পর্যন্তই ।কেমন লাগলো জানাবেন ।
পরিশেষে ,
বেশ কয়েকমাস আগে আমার বাবা মারা গেছেন ।
তারপর থেকে আমি অনলাইন জগতের বাইরেই আছি ।
কোন কিছুই আর আগের মত ভাল লাগে না ।এই যে আজ লিখতে বসলাম সেটাও নাসির ভাইয়ের অনরোধেই ।
ভালোই লাগলো ।কিছুটা সময় তো মনটা অন্যদিকে দিতে পারলাম ।
যদি কোন ভুল হয়ে থাকে মাফ করবেন ।
একটা সময় অনেকদিন ধরে আমিই ছিলাম পিসি হেলপলাইনের সেরা লেখকের তালিকায় ।
বলা যায় তখন তেমন কম্পিটিশনই ছিলো না ।এখন যে আর সেরার দৌড়ে যেতে পারবো না সেটা আমার বোঝা হয়ে গেছে ।কারন এখনকার সবাই এত ভালো লেখে যে তাদের কাছে আমি কিছুই না ।
সবাইকে ধন্যবাদ । ভালো থাকবেন ।আল্লাহ হাফেজ ।

Installing the .NET Framework 3.5 on Windows 8 or 8.1

If you are using the Windows operating system, the .NET Framework may already be installed on your computer. Specifically, the .NET Framework 4.5 is included with Windows 8 and installed on your computer with the Windows 8 operating system. Similarly, the .NET Framework 4.5.1 is included with Windows 8.1.
Important note Important
There is no download for the .NET Framework 3.5 for Windows 8 or Windows 8.1. You must enable the .NET Framework 3.5 in Control Panel by following the instructions provided in this article.
If you install an app that requires a specific version of the .NET Framework, the app's setup program might install the .NET Framework on your computer or prompt you to install it. For example, the .NET Framework 3.5 is not automatically installed with Windows 8 or Windows 8.1. To run apps that require the .NET Framework 3.5 on Windows 8 or later, you must enable version 3.5 on your computer. There are two ways you can do this: by installing or running an app that requires the .NET Framework 3.5 (that is, by installing the .NET Framework 3.5 on demand), or by enabling the .NET Framework 3.5 in Control Panel. Both options require an Internet connection.
In general, you should not uninstall any versions of the .NET Framework from your computer, because an app you use may depend on a specific version and may break if that version is removed. Multiple versions of the .NET Framework can be loaded on a single computer at the same time. This means that you do not have to uninstall previous versions in order to install a later version.
Important notes:
  • Use the .NET Framework 3.5 for apps built for versions 2.0 and 3.0 as well as 3.5.
  • Installing a Windows language pack before installing the .NET Framework 3.5 will cause the .NET Framework 3.5 installation to fail. Install the .NET Framework 3.5 before installing any Windows language packs.
  • Windows CardSpace is not available with the .NET Framework 3.5 on Windows 8.
If an app requires the .NET Framework 3.5, but doesn't find that version enabled on your computer, it displays the following message box, either during installation, or when you run the app for the first time. In the message box, choose Install this feature to enable the .NET Framework 3.5. This option requires an Internet connection.
Prompt for installing the .NET Framework 3.5 on demand

Dialog box for 3.5 install on Windows 8
You can also enable the .NET Framework 3.5 yourself through Control Panel. In Control Panel, choose Programs and Features, choose Turn Windows features on or off, and then select the .NET Framework 3.5 (includes .NET 2.0 and 3.0) check box. This option requires an Internet connection. You do not need to select the child items for Windows Communication Foundation (WCF) HTTP activation unless you are a developer who requires WCF script and handler mapping functionality.
Turning Windows features on or off in Control Panel

Turn Windows Features On Off
If installing the .NET Framework 3.5 on demand or enabling it in Control Panel fails, you may get one of the following error messages:
  • 0x800f0906: “Windows couldn't connect to the Internet to download necessary files. Make sure that you're connected to the Internet, and click Retry to try again.”
  • 0x800F081F: “The changes could not be completed. Please reboot your computer and try again.”
These messages may be displayed for the following reasons:
  • Your computer is not connected to the Internet. Please connect, and then retry the operation.
    If you cannot connect to the Internet, you can enable the .NET Framework 3.5 by using the Deployment Image Servicing and Management (DISM) command-line tool and specifying the installation media (ISO image or DVD) you installed Windows 8 from.
    1. In Windows 8 or Windows Server 2012, open a Command Prompt window with administrative credentials (that is, choose Run as administrator).
    2. To install the .NET Framework 3.5 from installation media located in the D:\sources\sxs directory, use the following command:
      DISM /Online /Enable-Feature /FeatureName:NetFx3 /All /LimitAccess /Source:d:\sources\sxs
      where:
      • /Online targets the operating system you're running (instead of an offline Windows image).
      • /Enable-Feature /FeatureName:NetFx3 specifies that you want to enable the .NET Framework 3.5.
      • /All enables all parent features of the .NET Framework 3.5.
      • /LimitAccess prevents DISM from contacting Windows Update.
      • /Source specifies the location of the files needed to restore the feature (in this example, the D:\sources\sxs directory).
      For more information about DISM parameters and options, see How to Enable or Disable Windows Features
  • You are using a local source, but the network location is inaccessible or doesn’t have the right content. Install the .NET Framework 3.5 from installation media as described in the previous bullet point.
  • Your administrator has configured your computer to use Windows Server Update Services (WSUS) instead of Windows Update for servicing. Ask your administrator to enable the policy to use Windows Update instead of WSUS.
If these instructions do not correct the problem, download the paper Microsoft .NET Framework 3.5 Deployment Considerations from the Windows Dev Center for more extensive troubleshooting information.

Wednesday, December 25, 2013

Free Download Activator/ Loader Windows 8 All Version

Free Downloads Activator/ Loader Windows 8 Full Version (All Feature), Windows 8 is a version of Microsoft Windows (an operating system produced by Microsoft) for use on personal computers, including home and business desktops, laptops, tablets, and home theater PCs.

Development of Windows 8 started before the release of its predecessor,Windows 7, in 2009. Its existence was first announced at CES 2011, and followed by the release of three pre-release versions from September 2011 to May 2012. The operating system was released to manufacturing on August 1, 2012, and was released for general availability on October 26, 2012.Windows 8 uses version 6.2 of the Windows NT kernel. [ Downloads Activator/ Loader Windows 8 Full Version ]

Free Downloads Activator/ Loader Windows 8 Full Version (All Feature), Windows 8 introduces significant changes to the operating system's platform, primarily focused towards improving its user experience on mobile devices such as tablets to better compete with other mobile operating systems like Android and Apple's iOS. Windows 8 features a new touch user interface and shell based on Microsoft's "Metro" design language, featuring a new Start screen with a grid of dynamically updating tiles that represent applications. The Start screen replaces the "Start menu" of earlier Windows versions. There is a new appplatform with an emphasis on touchscreen input, and the new Windows Store to obtain and/or purchase applications to run on the operating system.

In addition, Windows 8 takes advantage of new or emerging technologies like USB 3.0, 4Kn Advanced Format, near field communications,cloud computing, and the low-power ARM architecture. It includes new security features such as built-in antivirus capabilities, a new installation process optimized for digital distribution, and support for secure boot (a UEFI feature which allows operating systems to bedigitally signed to prevent malware from altering the boot process). Synchronization of certain apps and settings between multiple devices is supported.

Free Downloads Activator/ Loader Windows 8 Full Version (All Feature), Windows 8 was released to mixed reception. Although reaction towards its performance improvements, security enhancements, and improved support for touchscreen devices was positive, the new user interface of the operating system has been widely criticized for being potentially confusing and having a steep learning curve (especially when used with a keyboard and mouse instead of a touchscreen). Despite these shor (Wikipedia)

This Activator All Features:

  1. Starting up and restarting
  2. The new Task Manager
  3. Explorer updates
  4. Data integrity and security
  5. Living in a connected world
  6. Business-friendly features
  7. Refresh and reinstall
  8. Recimg -CreateImage C:

This will make an image of your PC, place it in the root of the C drive (you can specify a different directory if you like), and automatically set it as the default Refresh image. Enter recimg /? to see the full list of options for recimg.

Windows is "activated"

Supported Version

Windows 8 Professional
Windows 8 Enterprise
Windows 8 Core
Windows 8 Ultimate
Windows 8 Home 

And ALL Windows 8 Version


Free Download Activator/ Loader Windows 8 All Version

DOWNLOADS : 
Windows 8 Activator Final (Unlock All Features) [ Plus Tutorial Instalation ]
Mirror Download

------------------------------------
Free Downloads Window XP Professional  32-bit/64-bit (Full Version)


Free Downloads Window 7 All 32-bit/64-bit (Full Version)
Free Downloads Window 7 Ultimate 32-bit/64-bit (Full Version) 
Free Downloads Window 7 Home Premium 32-bit/64-bit (Full Version) 

Free Downloads Window 8 Ultimate 32-bit/64-bit (Full Version) 
Free Downloads Window 8 Professional 32-bit/64-bit (Full Version) 
Free Downloads Window 8 Enterprise 32-bit/64-bit (Full Version) >> Torrent 

Free Downloads KMS Activation For Windows Vista/ 7/ 8/ Office 10/13 (Full Version)

Free Downloads Microsoft Office Pro Plus 2013 (Full Version)

Free Downloads Microsoft Security Essentials All Windows Support
 
 
 Sell your advice and learn from the best at Live Ninja
 
Activator/ Loader Windows 8 All Version

DOWNLOAD:
http://j.gs/2VSd
How To Use??
This is Very Unlocker Windows 8
1.Run as administrator2.Wait for the process and dont do nothing3.It restarts automaticallyWindows is "activated"


OR

DOWNLOAD :
http://j.gs/2VSk

How To Use??
This is Very Simple Loader Windows 8 All Version
1.Extract Rar File or Double click file2.Choose your Windows 8 Version
Windows is "activated"
[ RENEW 03 MAY 2013 ]
Thanks For Visit :

Monday, December 23, 2013

dawnload করে নিন যেকোনো ভার্সন software এর সিরিয়াল key,ক্র্যাক ,প্যাচ একদম ফ্রীতে .(না দেখলে মিস করবেন )

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন .
আমরা অনেক সময় pc তে অনেক software ইনস্টল করে থাকি কিন্তু দেখা যাই যে কিছু দিন যেতে না যেতে software টি আর কাজ করে না .আর সফটওয়্যার টিকে কাজ করার জন্য অনেক চেষ্টা করি .
তাই আমি আজকে আপনাদের একটি website এর সাথে পরিচয় করিয়ে দিব .এখান থেকে ক্র্যাক,সিরিয়াল ,প্যাচ এগুলো dawnload করে কোনো ঘামেলা ছাড়াই আপনি সফটওয়্যার গুলো ফুল ভার্সন বানিয়ে চালাতে পারেন . আসা করি ওয়েবসাইট টি আপনাদের কাজে আসবে …
ওয়েবসাইট টি দেখতে এখানে click করুন .
কোনো ভুল হলে ক্ষমা করবেন ….

Sunday, December 22, 2013

পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করুন

আসালামু-আলাইকুম । সবাই কেমন আছেন? USB পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেটাপ করার ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু তৈরী করাটাই হল বিশাল ঝামেলার কাজ। পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করার অনেক পদ্ধতি আছে । কিন্তু বেশিরভাগ পদ্ধতি ব্যবহার করা কঠিন এবং সময় সাপেক্ষ । ফলে, অনেকে এভাবে ব্যর্থ হয়েছেন । কারণ, এসব পদ্ধতিতে সিএমডি (cmd) ব্যবহার করা হয় বলে অনেকে সফল হতে পারেন না ।
কিন্তু, আজ আমি এমন একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে শুধুমাত্র একটি সফটওয়্যার ব্যবহার করে আপনি সহজেই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ভিস্তা ইন্সটল করতে পারবেন ।:yahoo:
সফটওয়্যার নামঃ WinToFlash
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন

কার্যপ্রণালী:

  • প্রথমে ফাইলটি আনজিপ করুন ।
  • এবার ফাইল থেকে ‘WinToFlash’ নামক প্রোগ্রাম টি ওপেন করুনঃ পেন্ড্রাইভ সেটাপ

  • ‘Advanced mode’ এ ক্লিক করুনঃ উইন্ডোজ সেটাপ
  • Task এর ড্রপডাউন মেন্যু থেকে আপনি উইন্ডোজ এর যে ভার্সনটি দিয়ে পেনড্রাইভ বুটেবল করতে চান সেটি সিলেক্ট করুন এবং “Create” বাটনে ক্লিক করুন । আমি Windows Xp সিলেক্ট করেছি ।উইন্ডোজ সেটাপ ২
  • এবার নিচের মত কিছু অপশন আসবেঃ6
  1. Windows source path: আপনার কম্পিউটারের সিডি/ডিভিডি ড্রাইভ সিলেক্ট করুন ।
  2. USB Drive: এখানে আপনার পেনড্রাইভটির ডিরেক্টরি দেখিয়ে দিন ।
  3. উপরের কাজ গুলো শেষ হলে ‘Run’ বাটনে ক্লিক করুন ।

  • লাইসেন্স এগ্রিমেন্ট এ ক্লিক করুনঃ
7
  • ‘OK’ প্রেস করুন ।
8
  • এবার আপনার পেনড্রাইভ এর কাজ শুরু হয়ে যাবেঃ 9
  • কাজ শেষ হলে নিচের মত আসবে;
10
আপনার বুটেবল পেনড্রাইভ এখন সফলভাবে তৈরি ।
images windows-cd-into-pendrive

পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করতেঃ

  • বুটেবল পেনড্রাইভটি আপনার পিসিতে প্রবেশ করুন ।
  • আপনার পিসি রিষ্টার্ট দিন ।
  • Del/F2 চেপে বায়স সেটিংস এ প্রবেশ করুন।
  • First Boot Device এ USB Pendrive সিলেক্ট করে দিন ।
  • F10 এবং Y চেপে সেভ করুন।
বুঝতে কোন অসুবিধা হলে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন অথবা কমেন্ট এর মাধ্যমে জানান ।
 আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে পারেন

Friday, November 29, 2013

GrameenPhone 3G Modem দিয়ে PC থেকে Voice এবং Video কল করা যায় খুব সহজে। (Huawei e1550 অথবা পুরানো Model) !!!

videocall GrameenPhone 3G Modem দিয়ে PC থেকে Voice এবং Video কল করা যায় খুব সহজে। (Huawei e1550 অথবা পুরানো Model) !!!

যা যা লাগবে :
১। GrameenPhone 3G Modem (Huawei e1550 অথবা পুরানো Model)
২। Teletalk 3G SIM (Only for Video Call)
৩। PC

যা যা করবেন………।

১। প্রথমে এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন । (21 MB)
Click Here To Download
২। GrameenPhone এর default সফটওয়্যার টি uninstall করুন ।
৩। এখন PC তে  GrameenPhone Modem লাগান ।
৪। ডাউনলোড  করা সফটওয়্যার টি install করুন  ।
৫। software টি run করুন , network  না পেলে মডেম খুলে আবার লাগান ।
৬। কল করে দেখুন ।
৭। Enoy  !!! ভাল থাকবেন ।

আশা করি সকলের একটু হলেও উপকার হবে আর না হলে ক্ষমা করে দিবেন।ভাল থাকবেন সকলে।


 এডমিন নাহিদ

Sunday, November 3, 2013

আবার ফ্রী নেট চালান জিপি মডেম রবি সিম দিয়ে মোবাইল আথবা পিসি তে

প্রথমেই bdallfreenet visitor দের জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা
কেমন আছেন আপনারা সবাই……..
ভাল নিশ্চয়ই ……..
আমি আল্লাহর রহমতে ভাল আছি……..
আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন tune নিয়ে.
বিঃদ্রঃ-আমি এই টিউন তি করছি ফ্রী নেট দিয়ে..
প্রথমে আপনার gp মডেমে Robi সিমটা লাগান
((((মেয়াদ বিহীন সিম হলে ভাল হয় আমি মেয়াদ ছাড়া সিম চালাচ্ছি)))
তারপর রবি আথবা জিপি এর official settings দিয়ে connect করুন
যদি official settings না থাকে তবে নিচের মত করুন

ব্যাস কাজ শেষ
ফ্রী নেট ইউস করতে থাকুন :mrgreen:
নিচে কিছু screenshot দিলাম

সব শেষে
যদি কাজে লাগে
PLEASE
কমেন্ট
করবেন
 লিখেছেন - নাহিদ

Sunday, August 4, 2013

এন্ড্রোয়েডে ফ্রী নেট

এন্ড্রোয়েডে ফ্রী নেট চালান Opera দিয়ে (1000000% Working, NO HANDLER) !!!

যা যা লাগবেঃ
• এন্ড্রয়েড মোবাইল
• একটা GP Sim
• Opera Mini
আগের কোন Opera Mini Install করা থাকলে তা Uninstalll করুন। তারপর নিচ থেকে Opera Mini ডাউনলোড করে নি্ন।
http://www.mediafire.com/?f2ipmxy2oi8mv8w
Medifire Password: sany5491
ডাউনলোড হয়ে গেলে Opera Mini টি Install করুন। থামেন, থামেন!!! এখন Opera টি open করবেন না।
Open করার আগে একটি Manual Configuration Setting করে নিন ।
Settings>Wireless and networks>Mobile networks(SIM 1/2 যেটি আপনি ইউস করবেন)> Access Point Names এ যান। তারপর অপশন এ ক্লিক করে New APN এ ক্লিক করুন। আবার নিচের Step গুলো Follow করুনঃ
Name: যেকোন নাম
APN: gpinternet
Proxy: 141.0.11.253
Port: 80
Username: (keep blank)
Password: (keep blank)
Server: internet.grameenphone.com
MMSC: (keep blank)
MMS proxy: (keep blank)
MCC: 470
MNC: 01
Authentication type: None
APN type: interner+mms
এবার Configutarion টি Active করুন।
তারপর GPS on করে Opera Open করুন।
আর ঝাপিয়ে পরুন unlimited browsing & downloading এ।
[বিঃদ্রঃ প্রথমে Opera Open করার সময় আপনার সিমে দুই-তিন টাকা রাখবেন এবং P1 প্যাকেজটি Active রাখবেন। অন্য কোন প্যাকেজ Active থাকলে সমস্যা না। Browsing & Downloading এর সময় মোবাইলে টাকা না রাখাই ভাল]

Wednesday, July 31, 2013

GP Free Net

GP Free Net With Proxy
Create a Internet Setting as :
» Homepage : https://proxy-server.at
» apn : gpmms
» proxy : 10.128.1.2
» port : 8080
Now go to home or press 0 in idle mode and new page will load.There in box type url then enter to use free gp net!
For Nokia Users Use The Prov File From Below
nahidworld.do.am(Proxy).prov(327 B)
Download [Downloads : 3588]
How to set Prov : Download 1st.Then Send It To A China Or Samsung By Bluetooth.Then Again Resend It Back To Your Nokia By Bluetooth.Now Save The Configuration.Go To Setting Then Configuration Then Set Account To nahidworld.do.am(Proxy) And Apn To gpmms.Now Select Set Default For All Application.
If you don't have default browser use Nokia Browser.After setting the configuration open nokia browser then go to https://proxy-server.at for downloading contents or you can only browse by typing https://your link like facebook etc.Remember to use https or it will not work anymore.
Nokia Browser.jar(587.06 KB)
Download [Downloads : 3597]
Note : use the blueftp to rename it to .prov if it downloads with .ext in end.
ALSO NOTE : Not to worry about money.works on all phone.must have to follow all settings.remember to use default phone browser and https.may not work on unsecured browsers.