Thursday, March 27, 2014

আপনার ওয়াপকা সাইট পিসি থেকে মোবাইলের ভিতর দেখাচ্ছে??সমাধান নিয়ে নিন...

অনেক সময় অনেক ওয়াপকা সাইট পিসি থেকে ভিসিট করলে মোবাইলের ভিতর দেখায়
mobile.PNG
জিনিষ্টা বিরক্তিকর ও দেখতে খারাপ লাগে... খুব সহজেই এর সমধান করা যায়...

প্রথমেই আপনার সাইটে লগিন করে এডমিন মোডে প্রবেশ করুন

তারপর Goto Edit Site > Global Settings > Other > এখানে গিয়ে Disable cell phone emulator এইটাই একটা টিক মারুন
new.PNG

কাজ শেষ set এ ক্লিক করে বেরিয়ে আসুন... এইবার আর আপনার সাইট ফোনের ভিতর দেখাবে নাহ :)

Wednesday, March 26, 2014

আজ নিয়ে এলাম ভোটার/ন্যশনাল আইডি কার্ড

আজ নিয়ে এলাম ভোটার আইডি কার্ড ! পেওনার একাউন্ট করেন , পায়যা ভেরিফাই করেন বা মানিবুকার যারা ফরেক্স এ ট্রেড করেন তাদের ও একাউন্ট ভেরিফাই করতে প্রয়জন ভোটার আইডি কার্ড কিন্তূ যাদের নেই ! যাদের পাসপোর্ট ও নেই তাদের যালার ও শেষ নেই। তাই আমি আজকে নিয়ে এলাম নকল ভোটার আইডি কার্ড যা দিয়ে ভেরিফিকেসন এর কাজ চালিয়ে দিতে পারবেন অনায়াসে। তবে আইডি কার্ড এর নাম্বার কিভাবে দেবেন তা সম্পরখে একটু জেনে নেন আগে।
আপনারা দেখবেন আইডি কার্ড এর নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি।
কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?
১। এর প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬।
২। পরবর্ত্তি ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।
সিটি কর্পোরেশনের জন্য – ৯
ক্যান্টনমেন্ট – ৫
পৌরসভা – ২
পল্লী এলাকা – ১
পৌরসভার বাইরে শহর এলাকা – ৩
অন্যান্য – ৪
৩। পরবর্ত্তি ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড
৪। পরবর্ত্তি ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
৫। শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।
বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল
সুতরাং ইচ্ছামত নাম্বার দিয়েন না নিয়ম মত দিন আর ভেরিফাই করে নিন আপনার একাউন্ট। আর হ্যা আর একটি ডকুমেন্ট প্রয়জন হয় তা হল কারেন্ট বিল বা ব্যাংক স্টেটমেন্ট এই দুটোর PSD বা ভালো কপি আমার কাছে নেই কারো থাকলে সেয়ার করবেন।
বিঃ দ্রঃ দয়া করে এই কার্ডটি কোন খারাপ কাজে অর্থাৎ অবৈধ ভাবে বাংলাদেশ এ কোন কাজে যেমন ব্যাংক একাউন্ট করতে কাজে লাগাবেন না ।

Tuesday, March 18, 2014

কম্পিউটারের নোটপ্যাড দিয়ে তৈরি করুন ভাইরাস

আজ আপনাদের শেখাব
কিভাবে ভাইরাস তৈরি করা যায়।
1 . প্রথমে আপনার নোটপ্যাড টি খুলন তার
নিচের কোডটি কপি করে nix .bat
নামে সেভ করুন।
তারপর ফাইলটিতে ডাবল ক্লিক করলেই
আপনার কম্পিউটার বার বার মেসেজ
দিতে থাকবে।
@ECHO off
:Begin
msg * Hi
msg * Are you having fun ?
msg * I am !
msg * Lets have fun together !
msg * Because you have been o -w -n -
e -d
GOTO BEGIN

2 . আপনার নোটপ্যাড টি খুলন তার নিচের
কোডটি কপি করে nix . bat নামে সেভ
করুন। তারপর ফাইলটিতে ডাবল ক্লিক
করলে আপনার কম্পিউটারে একটি মেসেজ
দিয়ে বন্ধ হয়ে যাবে।
wx@ echo off
msg * I don ’t like you
shutdown -c Error ! You are too
stupid! -s

3 . আপনার নোটপ্যাড টি খুলন তার নিচের
কোডটি কপি করে nix . bat নামে সেভ
করুন। তারপর ফাইলটিতে ডাবল ক্লিক
করলে দেখবেন আপনার
কম্পিউটারে নোটপ্যাড বার বার ওপেন
হচ্ছে।
Type :
@ECHO off
:top
START % SystemRoot % system32
otepad. exe
GOTO top

4 . আপনার নোটপ্যাডটি খুলে নিচের কোড
টি কপি করে নিন এবং ngx .vbs
নামে সেভ করুন। এবার ফাইলটাতে ডাবল
ক্লিক করলেই আপনার কিবোর্ড
হ্যাং হয়ে যাবে।
Type :
Set wshShell = wscript .CreateObject
( WScript .Shell )
do
wscript .sleep 100
wshshell.sendkeys You are a fool .
loop

সহজেই আপনার পিসির হার্ডড্রাইভ এবং ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন

আসসালামুওয়ালাইকুম



হার্ডড্রাইভ এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে নিচের সেটিংস টা করুনঃ

১। প্রথমে Start Menu > Run
Command দিয়ে Notepad
লিখে এন্টার দিন।
ফলে Notepad চালু হবে।
২। নিম্নের কোডসমূহ
কপি করে Notepad এ Paste
করুন।
[ ExtShellFolderViews]
{ BE098140 - A513- 11D 0-
A 3A4- 00C 04FD 706EC }=
{ BE098140 - A513- 11D 0-
A 3A4- 00C 04FD 706EC }
[{ BE098140 -A 513- 11D 0-
A 3A4- 00C 04FD 706EC }]
Attributes =1
IconArea _ Image =shamim.jpg
ConfirmFileOp =0
৩। আপনি যেই Image
টিকে ব্যাকগ্রাউন্ড
হিসেবে সেটিং করতে চান,
IconArea _ Image = এর
পরে সেই কাঙ্খিত Image এর
নাম লিখে দিন। অথবা আপনি ইচ্ছে করলে মূল
Image ফাইলের Rename
মোডে গিয়ে সেই কাঙ্খিত
Image এর
পুরো নামটি কপি করে Paste
করতে পারেন।
৪। (যেমন : IconArea _ Image=Nahid.jpg এখানে Nahid.jpg হলো মূল ফাইল নেইম)
৫। Notepad ফাইলটি Save
করুন desktop.ini নামে।
৬। আপনার কম্পিউটারের যেই
ড্রাইভে ব্যাকগ্রাউন্ড সেট করতে চান, সেই
ড্রাইভে কাঙ্খিত Image এবং desktop.ini ফাইল
দুইটি Paste করুন।
৭। একবার Refresh করুন
এবং দেখুন আপনার কাঙ্খিত
Image
দ্বারা ব্যাকগ্রাউন্ডটি সেট
হয়েছে।
৮। আপনি চাইলে প্রত্যেক
ড্রাইভে একই
নিয়মে আলাদা আলাদা ব্যাকগ্রউন্ড
সেট করতে পারেন।

ΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞΞ

আর ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে নিচের কোডটি কপি করেঃ
[{ BE098140 -A 513- 11D 0-
A 3A4- 00C 04FD 706EC }]
ICONAREA _ IMAGE=Madhob .JPG
ICONAREA _ TEXT =0X00800090
যে ফোল্ডার ছবি সেট
করতে চান
সেখানে কোডটি Desktop .ini
নামে সেভ করুন।
এখন যে ছবিটি সেট করতে চান
সেই ছবিটি উক্ত
ফোল্ডারে নিয়ে এসে Rename
করে যে নামটি কোডে অাছে সেটি টাইপ
করুন (যেমন অামি অামার
নাম দিয়েছি shamim
এখানে অাপনি Edit
করে অাপনার নাম
দিতে পারেন। যে ছবিটি সেট করবেন
সেটি অবশ্যই
কোডে যে ফরমেট লিখা অাছে সেই
ফরমেটের হতে হবে। যেমন :
.jpg ) এখন Refresh করুন। দেখুন
ফোল্ডারটিতে ছবি সেট হয়ে গেছে।
ছোট্ট একটি কোড দিয়ে পাল্টে ফেলুন
Folder এর Background
আমি My Document এ ছবি সেট
করেছি।

[note: কোড কপি করার সময় স্পেইস দিবেন না।]

Friday, March 14, 2014

Download Microsoft .NET Framework 4


Microsoft Net Framework 4
Microsoft Net Framework 4
পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
Download Microsoft .NET Framework 4
Or
Click Here To download (Microsoft Net Framework 4)
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Friday, March 7, 2014

পিসি অটো RESTART হওয়ার কারন ও এথেকে রক্ষা ……….



………………….. বিসমিল্লাহির রাহমানির রাহীম ……………………..

আসসালামুয়ালিকুম, আমি আদনান আহমদ,
পিসি অটো RESTART হওয়ার কারন:-

কয়েকটি কারনে এই সমস্যাটি হতে পারেঃ
১। processor বেশি গরম হয়ে গেলে।
২। RAM এর কারনে
৩। Virus
৪। power supply.
এথেকে রক্ষা:-
এ জন্য আপনাকে step by step follow করতে হবে।
১। CPU ভিতরে পর্যাপ্ত বাতাস যাচ্ছে কিনা তা খেয়াল করুন।
২। Processor এর Fan এ আটকে থাকা ময়লা পরিষ্কার করুন।
৩। Speccy soft টি ব্যবহার করে আপনার processor,graphics card এর temperature চেক করে নিন। Link> www.piriform.com/speccy
৪। Ram টি খুলে port clean করে আবার লাগিয়ে দেখুন। অন্য port এ লাগিয়ে দেখুন।
৫। Anti virus দিয়ে pc scan করুন। আমি সাজেস্ট করব ESET.
৬। Scan করার পরেও যদি সমস্যা হয় তাহলে windows reinstall করুন। windows এর drive format করার সময় windows drive টি প্রথমে delete করুন। তারপর create করুন। আর quick format দিবেন না। windows setup হয়ে গেলে প্রথমেই antivirus install করে full pc scan করুন। এরপর ও যদি এই সমস্যা দেখা যায় তাহলে বুঝতে হবে এই ভাইরাসটি আপনার full hard disk এ ছড়িয়ে গেছে। তখন full hdd format করতে হতে পারে।
৭। Full HDD format এর আগে power supply service centre এ গিয়ে চেক করে নিন ঠিক আছে কিনা।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন, ধন্যবাদ
আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ

Saturday, March 1, 2014

এবার আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে মোবাইল টু মোবাইল কথা বলুন Bluetooth অথবা wifi ব্যবহার করে !

শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই ! অবাক হবার কিছুই নেই ! এটা অনেকেরই জানা ! আপনি জানেন না বলেই আপনি এত অবাক হলেন !

প্রথমে Bluetooth Caller.apk টি ডাউনলোড করে নিন !
ডাউনলোড করুন

তারপর আপনার এবং আপনার বন্ধুর ফোনে Application টি Install করান !

তারপর আপনি সার্চিং অপশন হিসেবে Bluetooth অথবা Wifi সিলেক্ট করবেন !

আপনি যেটা সিলেক্ট করবেন আপনার বন্ধুর ফোনেও সেই অপশন টি চালু রাখবেন !

বুঝতে না পারলে Screenshot দুইটি দেখুন !

এবার আপনি আরামছে আনলিমিটেড টকটাইমে ফ্রী কথা বলে যান !




বিঃদ্রঃ- এটা ব্লুটুথ বা ওয়াইফাই নেটওয়ার্ক জোনের ভেতরেই কাজ করবে ! অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার গার্লফ্রেন্ড পাশের ফ্লাটে অথবা একই বিল্ডিং এর উপড় তলায় থাকে ! তাহলে আপনি এটি ব্যবহার করে কথা বলতে পারবেন !

মোবাইলে ফ্রী কথা বলার সেরা যত সফটওয়্যার

mobile to mobile free talking software
কথা বলার জন্য আমরা সবাই প্রতিদিন অনেক টাকা খরচ করি। এটা আমাদের অনেকটা সাধারন বিষয় হয়ে গেছে। কিন্তু অনেকে জানেনা তারা অনেক কম খরচে কথা বলতে পারে যেখান তাদের অনেক টাকা সাশ্রয় হতে পারে। আজ আমি বলবো যে সকল সফটওয়্যার ব্যবহার করে ফ্রীতে কথা বলা যায়।

প্রয়োজনীয় উপকরনঃ
যে কোন একটি সফটওয়্যার।
ইন্টারনেট কানেকশন।
যার সাথে কথা বলবেন তারও একই সফটওয়্যার এবং ইন্টারনেট কানেকশন।

তাহলে জেনে নেয়া যাক কি কি সফটওয়্যার দিয়ে ফ্রীতে কথা বলা যায়।

স্কাইপঃ স্কাইপের মাধ্যমে স্কাইপ থেকে স্কাইপে ফ্রী কথা বলা যায়। এটাই সবচেয়ে নাম করা সফটওয়্যার। এটা কম্পিউটার এবং মোবাইলে ব্যবহার করা যায়। এটাতে ভিডিও কল ও করা যায়।

ভাইবারঃ এটা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই ব্যবহার করা যায়। এটার মাধ্যমে কল করা মেসেজ আদান-প্রদান করা এবং ফাইল শেয়ার করা যায়।

Fring: অডিও কল,ভিডিও কল এবং মেসেজ আদান প্রদান করা যায়। শুধুমাত্র এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট এ কল করা যায়। এর মাধ্যমে টাকার মাধ্যমে ফোনে ও কল করা যায়।

ট্রুফোনঃ এটা ইন্সটল করার পর আপনি অন্য ইউজারদের সাথে ফ্রী কল করতে পারবেন। তাছাড়া মোবাইল বা লান্ডফোনে ও কম রেটে কথা বলতে পারবেন।

লাইনঃ এটা ফ্রী অডিও ও ভিডিও কল করতে দেয় এবং মেসেজ আদান প্রদান করা যায়। এটা কম্পিউটার ও মোবাইল দুইটাতেই ব্যবহার করা যায়।

3CX: এটা ও ফ্রী কল করার সেবা প্রদান করে।

ফ্রেন্ডকলারঃ  এটা মাধ্যমে ভিডিও ও অডিও কল করা যায়। কম্পিউটার ও মোবাইল দুইটাতেই সমান ভাবে ব্যবহার করা যায়। এর মাধ্যমে ফেসবুক বন্ধুদের সাথে ও কথা বলা যায়।

ববস্লেডঃ এটা ও কল ও মেসেস প্রদানের সুবিধা দিয়ে থাকে।

নিমবাজঃ এটা অনেক সুন্দর একটা সফটওয়্যার।নিমবাজ দিয়ে কল এবং মেসেজ দুইটাই করা যায়। এটা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই ব্যবহার করা যায়।

ট্যাঙ্গোঃ ফ্রী অডিও,ভিডিও কল এবং মেসেজ আদান প্রদান করা যায়।মোবাইল এবং কম্পিউটার এ সমান ভাবে ব্যবহার করা যায়। তাছাড়া আরো অনেক কিছু আছে।